করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী!


বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। এদিন তিনি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

জানা গেছে, তীব্র শ্বাসকষ্ট ও উচ্চমাত্রার জ্বরসহ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। হাসপাতাল সূত্রে খবর হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ও শরীরে জ্বর অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 এদিকে অসুস্থ হওয়ার একদিন আগেই সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক বৈঠকে যোগ দেন সত্যেন্দর।  এর আগে গত সপ্তাহে জ্বর ও গলা ব্যথা হওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও করোনা টেস্ট করা হয়। তবে সে সময় তার করোনা নেগেটিভ আসে। 

Pages