করোনায় প্রাণ হারালেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

করোনায় প্রাণ হারালেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট



বিবিপি নিউজ, কলকাতা: মারন ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যু কোনো প্রেসিডেন্টে। জানা গেছে আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা’র মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। তারা বলেছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন ৫৬ বছর বয়সি প্রেসিডেন্ট পিয়েরে। ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। পিয়েরেই বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যুর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।এদিকে, প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা ছিল।  তাঁর আগেই করোনায় কেড়ে নিয়েছে প্রাণ।

Pages