বিবিপি নিউজ: ‘ইলশেগুঁড়ি বৃষ্টি’ হোক না হোক—পহেলা জুলাই থেকেই শুরু হবে ইলিশের ভরা মৌসুম। এমনটাই মনে করেছেন জেলেরা। সরকারি নির্দেশে অনুযায়ী মাঝ ধরার নিষেধাজ্ঞার ইতিমধ্যেই উঠেছে। ফলে মাঝ সমুদ্রে ইলিশ ধরতে পৌঁছে গিয়েছে জেলেরা। ইতিমধ্যে বড়ো ইলিশ আসতে শুরু করেছে বাজারে।
লকডাউনে দূষণমুক্ত সাগর, টইটম্বুর জলে ইংলিশ ধরায় বিধিনিষেধের কারণে স্বাদে-গন্ধে, গুণে-মানে সেরা আসবে এবার। চকচকে রুপোলি শস্যের প্রকৃত স্বাদ পাবেন রসনাবিলাসী বাঙালি। কারণ, পরিবেশ-পরিস্থিতি ও আবহাওয়া সবই ইলিশের অনুকূলে। ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, মার্চের শেষভাগ থেকে করোনা ভাইরাসে লকডাউনে আপাত দূষণমুক্ত নদনদীর সমুদ্রের জল আবার ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদীগুলো থেকেছে কানায় কানায় পূর্ণ। প্রতিকূল অবস্থায় বরাবরের মতো নদীতে অনবরত জেলের জালও পড়েনি। বন্ধ হয়ে যায় বহু কলকারখানা। নদী ও সমুদ্রে ধীবরদের বল্গাহীন নৌকা-ট্রলার চলাচলও অনেকটা কমে যায় লকডাউন এবং করোনা-আতঙ্কে। ফলে
বড়ো বড়ো নদীতে লঞ্চ-ইস্টিমার-ট্রলারের চলাচল ও দূষণ বন্ধ ছিল। সব মিলিয়ে এবার ইলিশের ফলন হবে বাম্পার।