১৪ দিন সম্পূর্ণ লকডাউন, জারি কারফিউ - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ জুন, ২০২০

১৪ দিন সম্পূর্ণ লকডাউন, জারি কারফিউ


বিবিপি নিউজ: ফের লকডাউনের পথে হাঁটলেন অসম সরকার। রবিবার ২৮ জুন থেকে টানা ১৪ দিন ঘরবন্দী অবস্থা শুরু হল।
আজ সোমবার থেকে গুয়াহাটি সহ বেশ কিছু এলাকায় সকাল থেকেই শুনশান দেখা যায়। শুধু লকডাউন নয় অলিখিত ভাবে জারি করেছে কারফিউ। ফলে আবারো তালাবন্ধ হল উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চল। 

Pages