বিবিপি নিউজ,কলকাতা: লাদাখে চীনা সেনাদের হাতে নিহত ভারতীয় সেনা জওয়ানদের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ‘দ্য ইস্টার্ন লিঙ্ক’ নামে একটি গনমাধ্যমে ছবি গুলো প্রকাশ করেছেন।
এর আগে গত ১৫ জুন লাদাখে চীনা সেনাদের হামলায় ভারতের ২০ সেনা নিহত হয়। এ ঘটনায় দুই দেশের সেনাদের মধ্যে উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়েছে। তবে কোনো সুরাহা আসেনি। এর মধ্যে চীনের হাতে আটক হওয়া ভারতের ১০ সেনাকে মুক্তি দেয়া হয়েছে। লাদাখ নিয়ে চীন ও ভারতের মধ্যে এখনো উত্তেজনা চলছে। দুই দেশই সীমান্তে অস্ত্রের মজুত করেছে।
এই ছবি গুলি ‘দ্য ইস্টার্ন লিঙ্ক’ থেকে নেওয়া হয়েছে।



