বিবিপি নিউজ,কলকাতা: গোটা দেশবাসী পাখির চোখে তাকিয়ে রয়েছে লাদাখে চিন সীমান্তে সংঘর্ষ নিয়ে।
আর লাদাখ নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত তুলোধনা করছেন রাহুল গান্ধী। রবিবার সেই সুর আরও চড়িয়েছেন রাগা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইটারে আক্রমন করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন রাহুল নিজে। কারন বানান ভুল করলেন তিনি।
জাপানের সংবাদপত্রের একটি শিরোনাম ব্যবহার করে প্রধানমন্ত্রীকে 'সারেন্ডার মোদী' বলে কটাক্ষ করলেন তিনি। তবে, তিনি সারেন্ডার বানানটাই ভুল করলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে যায়। লাদাখের গালওয়ান ভ্যালি নিয়ে শুরু থেকেই মোদীকে নিশানা করেছেন রাহুল। ট্যুইটে প্রথমে তিনি লিখেছিলেন, 'এটা কাচের মতো স্বচ্ছ যে, গলওয়ানে চিনা হামলা পূর্ব পরিকল্পিত, ভারত সরকার প্রথমে ঘুমিয়ে ছিল এবং সমস্যার কথা অস্বীকার করেছিল। আর ভারত সরকারের সেই মনোভাবের মূল্যই চোকাতে হয়েছে শহিদ জওয়ানদের।'
