বিবিপি নিউজ: বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে খতম দুই সন্ত্রাসবাদী। পাশাপাশি
মঙ্গলবার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও সিআরপিএফের এক জওয়ান শহিদ হয়েছেন।
সেনা সূত্রে খবর, এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। সেনা, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান এখনও চলছে।
জম্মু-কাশ্মীর পুলিশে সূত্রে খবর, গোপন সূত্র মারফত জঙ্গিদের জড়ো হওয়ার খবর আসে। সেই মতো মঙ্গলবা ভোরে পুলওয়ামার বন্দজু গ্রামে অভিযানের তোড়জোড় শুরু করে পুলিশ। সেনা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকেও খবর দেওয়া হয়। সেইমতো পুলওয়ামার ওই গ্রামে অভাযানে যায় যৌথ বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে, জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে,গুলির লড়াই বেধে যায়। কয়েক মিনিটের মধ্যেই নিকেশ করা হয় দুই জঙ্গিকে। জঙ্গিদের গুলিতে জখম হন সিআরপিএফের এক জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
