বিবিপি নিউজ: বাবা কলকাতায় কর্মরত,সেই সুযোগে মা অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। একথা মেয়ে জানতে পারায় মায়ের প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষন করালেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিক ভেড়ি এলাকায়। ছি ঘটনায় পুলিশ মা ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে।
অভিযুক্ত মহিলার স্বামী কলকাতায় কর্মরত। সেই সুযোগে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রণয়ে লিপ্ত হয়েছেন তিনি। মহিলার বাড়িতে মাঝে মাঝেই দেখা যায় যুবককে। তাঁর সঙ্গে ঘনিষ্ঠতাতেও লিপ্ত অভিযুক্ত মহিলা। মায়ের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি মোবাইল ফোনের ক্যামেরায় তুলে রেখেছিল মেয়ে। বাবাকে সেই ছবি দেখায় সে। এতেই মায়ের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। অভিযোগ, উচিত শিক্ষা দিতে এর পর প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করান মা। এর পর প্রকাশ করলে নাবালিকাকে প্রাণনাশের হুমকিও দেয় প্রেমিক। তাতে ভয় না পেয়ে ঘটনার কথা বাবাকে জানায় মেয়েটি। এর পরই হাড়োয়া থানায় দায়ের হয় অভিযোগ। অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে।

