ঘুম উড়েছে স্বাস্থ্যদপ্তরের, আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষে শহর কলকাতা! - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ জুন, ২০২০

ঘুম উড়েছে স্বাস্থ্যদপ্তরের, আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষে শহর কলকাতা!


বিবিপি নিউজ: মারণ ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা। সম্প্রতি ICMR-এর রিপোর্টে জল্পনা শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে মাসখানেক আগে কলকাতার ১৭টি ওয়ার্ডে করোনা ভাইরাসের সমীক্ষা শুরু করে। কলকাতা পুরসভা ছিল এই সমীক্ষার নোডাল এজেন্সি। লেখা হয়েছিল, মহানগরীর বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার এবং “হার্ড ইমিনিউটি” বা প্রতিরোধ ক্ষমতা কতটা তা যাচাই করে নিতেই দেশের বেশ কয়েকটি মেগাসিটির সঙ্গে কলকাতায় সেরো সার্ভে সমীক্ষা করবে আইসিএমআর। 

বেশ কিছুদিন ধরে এই সমীক্ষা চলার পর,
সম্প্রতি রিপোর্ট প্রকাশিত হয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে শহরের ১৭টি ওয়ার্ডের বাসিন্দাদের থেকে রক্ত পরীক্ষা করা হয়।
 স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী অন্তত দু ’হাজার বাসিন্দার রক্ত পরীক্ষা হয়েছিল। যাঁদের কেউ সাম্প্রতিক অতীতে রাজ্যের বাইরে যাননি। সমীক্ষা রিপোর্ট বলছে, সংগৃহীত রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে অন্তত ১৭ শতাংশের করোনা পজিটিভ। এই তথ্য থেকে একটা বিষয় স্পষ্ট, যে কোনও জেলা থেকে করোনা সংক্রমণে অনেকটাই এগিয়ে কলকাতা।  

Pages