বিবিপি নিউজ: ফের আক্রান্ত কলকাতা পুলিশের ১১ জন কর্মী। সোমবার এমনটাই জানিয়েছেন লালবাজার। এই নিয়ে মোট ২২০ জন পুলিশকর্মী মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত ১ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। গত শনিবার কলকাতা পুলিশের ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশে এটিই প্রথম আক্রান্ত হয়ে মৃত্যু। তবে ইতিমধ্যেই অনেকেই সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন। অনেকে এখনও চিকিৎসাধীন।
মঙ্গলবার, ৯ জুন, ২০২০
