আমফানের উদ্ধারকাজে কর্মরত ৪৯ জন NDRF কর্মী করোনায় আক্রান্ত! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

আমফানের উদ্ধারকাজে কর্মরত ৪৯ জন NDRF কর্মী করোনায় আক্রান্ত!



বিবিপি নিউজ: নিজেদের জীবন বাজি রেখে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলায় রাজ্যে উদ্ধার কাজে নামা NDRF কর্মীদের দেহ মিলল মারন ভাইরাসের সংক্রমণ। পশ্চিমবঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করে দলটি ওড়িশার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপরেই তাদের মধ্যে একজনের ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার করলে। পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এরপরেই এঁকে এঁকে নমুনা টেষ্ট করালে রিপোর্ট পজেটিভ এসেছে।


NDRF-এর তরফে জানানো হয়েছে, বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের ৪৯ জন সদস্যের দেহে পশ্চিমবঙ্গে উদ্ধারকাজ চালিয়ে কটক ফেরত যাওয়ার পর করোনা সংক্রমণ মিলেছে। কটকের SCB মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ ফেরত NDRF সদস্যদের মধ্যে প্রথমে ৬ জনের করোনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর পর যাঁরা পশ্চিমবঙ্গে উদ্ধারকাজে এসেছিলেন তাঁদের প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪৯ জনের রিপোর্ট পজিটিভ।  আক্রান্ত জওয়ানদের কটকের করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Pages