বিবিপি নিউজ: চিন ও ভারতের সেনা সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। একথা নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা এএনআই। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষে ৩ জন সেনা জওয়ানের প্রাণহানির কথা প্রকাশ্যে আসলেও অবশেষে জানা গেছে কুড়ি জন জওয়ান মারা গেছেন। এমনটাই জানানো হল সরকারি সূত্রে।
অন্যদিকে চিনেরও বেশ কিছু সেনা হতাহত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী জানা গেছে, কমপক্ষে কুড়ি জন মারা গিয়েছেন ও এই সংখ্যা বাড়তে পারে । ১৯৭৫ সালের পর এই প্রথমবার চিন সীমান্তে ভারতীয় সেনার প্রাণহানি হল। অক্টোবর ১৯৭৫-এ অরুনাচল প্রদেশে চারজন সেনাকে গুলি করে হত্যা করে এক চৈনিক প্যাট্রল পার্টি। তবে এবার কোনও গুলিগোলা চলেনি। দুই দেশের সেনা একে অপরকে পাথর, রড, পেরেক দেওয়া ডাণ্ডা ইত্যাদি দিয়ে আক্রমণ করেছিল। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই হাতাহাতি। সোমবার রাতের ঘটনা নিয়ে সরকারের উচ্চপর্যায় দফায় দফায় বৈঠক হয়েছে আজ মঙ্গলবার।