বিবিপি নিউজ: ওভারব্রিজের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল গমবোঝাই লরি। এই ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার খড়্গপুরের গোকুলপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর রেল ওভারব্রিজ দিয়ে রামনগরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল গম বোঝাই লরিটি। সে সময় রেল ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নীচের রেললাইনের উপর পড়ে। ওই সময় রেললাইনে কোনো ট্রেন না থাকায় বড়সড় দূর্ঘটনা এড়ানো গিয়েছে।এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ক্রেন দিয়ে তোলা হয় লরিটিকে।