বিবিপি নিউজ: টানা ১১ ঘন্টা পুলিশের ম্যারাথন জেরা সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তীকে। কেন আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত? সুইসাইড নোট মেলেনি,তাই এই বলিউড তারকার মৃত্যুর জট খুলতে ঘুম ছুটছে মুম্বই পুলিশের।
সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার বান্দ্রা থানায় তলব করেছিল তদন্তকারী অফিসাররা। সকাল সাড়ে ১১টা নাগাদ এদিন হাজির হন রিয়া। এরপর দিনভর দফায় দফায় রিয়া চক্রবর্তীকে জেরা করে পুলিশ, প্রায় ১১ ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে দশটা থানা থেকে বেরিয়ে যান রিয়া। এদিন রিয়ার সঙ্গে তাঁর বাবা-মা'ও পুলিশ স্টেশনে হাজির ছিলেন। সাংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও কোনও কথা বলেননি রিয়া। হাত জোড় করে সেখান থেকে বেরিয়ে যান।