উৎপল চন্দ্র দাসমনুষ্যপ্রকৃতি আজ বিষাদগ্রস্ত,যেথায় সূর্য ডুবেছে, বিরাট অস্তধরিত্রী যদিও কিছুটা দূষণ মুক্ত,সুস্থ থাকলেও, বহু মানুষ অভুক্তবন্দীঘরে ভুলছি, একে অন্যের মুখ,যদিও হয়নিতো পৃথিবীর অসুখ ।মহাব্যাধি এসেছে আমাদেরই স্বভাবে,অন্যদের মেরেছি নিজেদের অভাবেএই দুর্দিনেও সুবিধাভোগীরা করছে গ্রাস,বিশ্বজুড়ে বাড়ছে শুধুই ক্রমশ ত্রাসগৃহপালিত পশুগুলো করছে হাঁসফাঁস,ওরা যে মানুষেরই শ্রেষ্ঠ ক্রীতদাসমানুষ যে মানুষকে চিনছে পাথরের মতো,কে মুছবে এই ভয়ানক মরণব্যাধির ক্ষত ।
বুধবার, ১০ জুন, ২০২০
