বিবিপি নিউজ: একের পর এক মারন ভাইরাস করোনা সংক্রমণের কারণে তটস্থ। এবার কোভিড-১৯ হানা সিবিআই দফতরে। জানা গেছে সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিক ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। সেই কারণে কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসের ১৩ – ১৫ তলা সিল করে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার গভীর রাতে নিজাম প্যালেসের সিবিআইয়ের দফতর সিল হয়। সেদিন সন্ধ্যাতেই আধিকারিক ও তাঁর স্ত্রীর করোনা সংক্রমণের খবর মেলে। তাঁর সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে স্বাস্থ্য দফতর। সব মিলিয়ে প্রায় ২৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর।
