বিবিপি নিউজ: পাকিস্তানের মন্ত্রীর বিষ্ফোরক মন্তব্যের পর বেজায় অস্বস্তিতে পড়েছে ইমরান খানের সরকার। পাইলটদের ভুয়ো লাইসেন্স কাণ্ডে ক্রমশ বিদ্ধ হচ্ছে পাকিস্তান। এবার ইউরোপিয়ান ইউনিয়নের বিমান পরিবহনের সুরক্ষা সংস্থা জানাল, কমপক্ষে ছ'মাসে ইউরোপের আকাশসীমায় ঢুকতে পারবে না পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (PIA) কোনও বিমান।
পাকিস্তানের জাতীয় উড়ান সংস্থার মুখপাত্র আবদুল্লাহ হাফিজ জানান, করোনা ভাইরাস মহামারীর জেরে ইউরোপে কোনও বিমান যাচ্ছিল না। তবে আগামী দু'মাসের মধ্যে ওসলো, কোপেনহেগেন, প্যারিস, বার্সেলোনা এবং মিলান রুটে ফের পরিষেবা শুরুর আশায় ছিল PIA। কিন্তু নয়া নিষেধাজ্ঞায় তা সম্ভবপর হবে না।