কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের! - BBP NEWS

Breaking

সোমবার, ৮ জুন, ২০২০

কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের!

 

বিবিপি নিউজ: কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাগলিগঞ্জে জেলা পরিষদ সোসাইটি মার্কেট কমপ্লেক্সে। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম দিলীপ পণ্ডিত।

 জানা গেছে, কয়েকদিন আগে পুনে থেকে ফেরেন দিলীপ। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা করতে স্থানীয় খাসপুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করায় হয়। চিকিৎসকেরা হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেন। তার টেষ্টের রিপোর্ট এখনও আসেনি। গ্রামে ফিরতেই বেঁকে বসেন গ্রামবাসীরা। তাঁরা সাফ জানিয়ে দেন, রিপোর্ট না-আসা পর্যন্ত এলাকায় ঢুকতে দেওয়া হবে না । বাধ্য হয়ে ফিরে যান। পরে পাগলিগঞ্জে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পরিত্যক্ত সোসাইটি মার্কেট কমপ্লেক্সের কোয়ারানটিন সেন্টারে ঠাঁই হয়, সেখানেই শুক্রবার রাতে সাপের কামড় খান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর যায় বাড়িতে। বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন দিলীপের পরিজন। পুলিশ এসে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  

Pages