বিবিপি নিউজ: লকডাউন খুলতেই পরিবহন ব্যবস্থার সচল করতে ওডিশায় শুরু হল অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ভুবনেশ্বরের সঙ্গে সংযোগরক্ষাকারী ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় আজ থেকে চালু হল যাত্রী পরিষেবা ট্রেনগুলি ভুবনেশ্বর থেকে যাবে সম্বলপুর, রৌরকেল্লা, ভদ্রক, কোরাপুট, কোরাপুট বেরহামপুর ও বলাঙ্গির পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে তা জানা যায়নি।
রেলের টিকিট পাওয়া যাচ্ছে IRCTC-র ওয়েবসাইট থেকে পাশাপাশি বিভিন্ন রেলস্টেশনে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাউন্টার থেকে মিলছে টিকিট। ইস্ট কোস্ট রেলের এক আধিকারিক জানিয়েছেন, কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে চড়তে দেওয়া হবে যাত্রীদের। রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'একটি বার্থে একজনই যাত্রী থাকবেন। কম্পার্টমেন্টে ভিড় হতে দেওয়া যাবে না। ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।' শনি ও রবিবার কোনও লোকাল ট্রেন চলবে না।
