করোনা সংক্রমণের মধ্যে ব্যবসার হাল ফেরাতে ভরসা রোবোটে, বার-ক্যাফের গুরু দায়িত্ব - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ জুন, ২০২০

করোনা সংক্রমণের মধ্যে ব্যবসার হাল ফেরাতে ভরসা রোবোটে, বার-ক্যাফের গুরু দায়িত্ব



বিবিপি নিউজ: করোনা ভাইরাস অতিমারিতে চলা লকডাউনে পর অবশেষে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে শহর ও নগর। দীর্ঘ কয়েক মাসের পর আতঙ্ক সঙ্গে নিয়েই পথচলা শুরু করেছে মানুষের। অফিস কাছারি থেকে শুরু করে রেষ্টুরেন্ট, হোটেল, ধাবা খোলার অনুমতি মিলছে প্রশাসনের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ এড়াতে হোটেল,ক্যাফেতে ভরসা যান্ত্রিক মানব তথা রোবট।

  দক্ষিণ কোরিয়ার সিওল সহ অন্যান্য হাইটেক শহরের প্রাত্যহিক জীবন থেকে বার এবং ক্যাফেটেরিয়াকে তো আর বাদ দেওয়া যায় না। শুধু একটু সতর্কতার সঙ্গে শারীরিক দূরত্ব মেনে চলতেই হবে। কিন্তু এ তো গেল কাস্টমারদের কথা। কিন্তু ক্যাফে কর্মচারীদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? ক্যাফে এবং বারের কর্মচারী, ওয়েটারদের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতে বরং তাঁদের অনাহারের দিকেই ঠেলে দিয়েছে কর্তৃপক্ষ। বার এবং ক্যাফে খুললেও অধিকাংশ ক্ষেত্রেই সেখানে নেই কোনো মানুষ কর্মচারী। একটি বা দুটি রোবট সামলাচ্ছে ক্যাশ কাউন্টার থেকে ক্রেতাদের টেবিল, সবটাই। যখন যা প্রয়োজন, কেবল একটি বোতাম টিপুন, পুতুলের মতো দেখতে একটি রোবট এনে দেবে সব প্রয়োজনীয় জিনিজ। আর রোবটের যেমন সংক্রমণের ভয় নেই, তেমনই রোবটের শরীর থেকে মানুষের শরীরেও সংক্রমণের ভয় নেই।

Pages