হাজার কিমি পথ পাড়ি দিয়ে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন! - BBP NEWS

Breaking

রবিবার, ২১ জুন, ২০২০

হাজার কিমি পথ পাড়ি দিয়ে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন!


বিবিপি নিউজ,নিজস্ব প্রতিনিধি: কথায় আছে না মানুষ কি না পারে। দুঃসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। আর ঠিক সেটাই করে দেখালেন "শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন"।
এক হাজার কিলোমিটারের বেশি সড়ক পথে পাড়ি দিয়ে উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা অঞ্চলের বাওনিয়া দ্বীপে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন তাঁরা। শনিবার বিদ্যাধরী নদীর উপর অবস্থিত বাওনিয়া দ্বীপের মানুষদের খাবার সামগ্রী বিতরণ করেন। 

এদিন, ইউনিক‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমফানে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারের সদস্যদের হাতে, মুড়ি,চিড়ে,দুধ, বিস্কুট,কেক,সাবান, ডির্টারজেন,মশারি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পন্য তাদের হাতে তুলে দেওয়া হয়।
পাশাপাশি করোনা আবহে তাঁদের সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে এই ত্রান বিতরণ। এছাড়াও দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার।
এদিন উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শক্তি পাল, তিনি বলেন আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়াতে পেরে খুব ভালো লাগছে, আগামীতে যেন আবারো তাদের পাশে দাড়াতে পারি।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা, শুভময় দেওয়ানজী, অর্পিতা সিনহা রায়, তাপস নন্দী, কমল বর্মন সহ আরও অনেকে। 

Pages