ফের সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর বাঘের হামলা, নিখোঁজ এক মৎস্যজীবী! - BBP NEWS

Breaking

রবিবার, ২১ জুন, ২০২০

ফের সুন্দরবনে মৎস্যজীবীদের ওপর বাঘের হামলা, নিখোঁজ এক মৎস্যজীবী!


বিবিপি নিউজ, দক্ষিণ ২৪ পরগনা: এক সপ্তাহের ব্যবধানে ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলা নিখোঁজ এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে শনিবার  সুন্দরবনের পিরখালি এক নম্বর জঙ্গলে। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম মনোহর মন্ডল (৬৫)। বাড়ি  গোসাবার জেমসপুর গ্রামে।


স্থানীয়দের সূত্রে জানা গেছে, এদিন সকালে মনোহর ও তার তিন সঙ্গী কাঁকড়া ধরার উদ্দেশ্যে পিরখালি ১ নম্বর জঙ্গলে যান। যখন তারা পিরখালি ১ নম্বর জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরছিলেন, ঠিক তখনই আচমকাই মনোহরের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তারপর ওখান থেকে মুখে করে জঙ্গলের গভীরে নিয়ে চলে যায় মনোহরকে। এখনো পর্যন্ত তার  কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও, তার জীবিত থাকার সম্ভাবনা ক্ষীন বলে অনুমান করছেন মৎস্যজীবীর। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই গোসাবার জেমস গ্রাম থেকে অন্যান্য মৎস্যজীবীরা মনোহরের খোঁজে পীরখালির জঙ্গলে রওনা দিয়েছেন। এর আগে ১৩ জুন সকালেও কুলতলির চিতুড়ি ফরেস্টে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হয় এক মৎস্যজীবীর। চলতি বছরে এখনো পর্যন্ত বাঘের থাবায় মৃত ৬ মৎস্যজীবী।

Pages