বিবিপি নিউজ: একদিকে করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যুর বন্যা বয়ে চলেছে গোটা বিশ্বের পাশাপাশি ভারতে। অন্যদিকে প্রকৃতির রোষানলে পড়ে একের পর এক আমফান, ভূমিকম্প,ভূমিধসে,বন্য ও বিধ্বংসী ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারা বহু মানুষ। এরপরেই মহাজাগতিক গ্রহ,নক্ষত্র ও উপগ্রহের খেলা অব্যহত। আর এতেই এক প্রকার ঘুম কেড়েছে মানুষের।
ভূ- বিজ্ঞানের ভাষায় যাকে সামার সলস্টিস বলে তা এই কুড়ি সালেই দেখা মিলবে। তবে এই গ্রহণ ভূগোলের ইতিহাসে এক নতুন ঘটনা যোগ করল তা বলাই বাহুল্য। যে স্থান থেকে প্রথম আংশিক গ্রাস লক্ষ করা যাবে সেখানে গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫-য়। এই এলাকার মানুষ গ্রহণের সর্বোচ্চ দশা দেখতে পারবেন দুপুর ১২টা ১০-এ। এই দৃশ্য দেখবার জন্য দূরবীন টেলিস্কোপ বা অন্যান্য বিষয় কে অবলম্বন করেই দেখা উচিত। খালি চোখে দেখলে চোখ খারাপ হতে পারে। এমনটাই জানাচ্ছে বিজ্ঞানীরা। কলকাতা থেকে 70% গ্রহন দেখা যাবে এমনটাই আশাবাদী। এই গ্রহনের ফলে দিনের বেলায় মোটামুটিভাবে কয়েকঘন্টার জন্য রাত মনে হতে পারে।