বিবিপি নিউজ: রবিবার মুম্বাইয়ে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত তথা পর্দার ধোনী। এরপরে ৭২ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে হ্যাঙ্গিং উল্লেখ রয়েছে। কিন্তু কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর বাড়ি থেকে। পুলিশ জানিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। তবে পেশাগত বিদ্বেষই তাঁর মানসিক অবসাদের কারণ কিনা সেই দিকটা খতিয়ে দেখছে মুম্বই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে,পুলিশ সুশান্তের বান্দ্রার কাটার রোডের অ্যাপার্টমেন্ট থেকে পাঁচটি ব্যক্তিগত ডায়রি উদ্ধার করেছেন। সেই ডায়রির প্রতিটি লেখা খতিয়ে দেখছে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ,যাতে সুশান্তের জীবনে কী ঘটছিল সেই সম্পর্কে একটা মূর্ত ধারণা পাওয়া যায়। এছাড়াও অভিনেতার মোবাইল,ল্যাপটপও নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তের জন্য।