বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনার থাবায় এবার শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় মাটিগাড়ার উত্তরায়নের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
জানা গেছে, গত সপ্তাহে তীব্র জ্বর দেখা দেয়। এরপরেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই তিন দিন পর ফের নেওয়া হয় লালা রসের নমুনা। মঙ্গলবার ফের অসুস্থ বোধ করেন অশোকবাবু। জ্বর ছাড়াও ইউরিন ইনফেকশন এবং নিউমেনিয়ায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন বেসরকারী হাসপাতালে। রিপোর্ট পজিটিভ আসায় বুধবার তাঁকে ভর্তি করা হল কাওয়াখালির কোভিড স্পেশাল হাসপাতালে। তাঁর সংস্পর্শে আসা পরিবারের লোকেদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে। এদিকে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভা। পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানান, পুরসভা স্যানিটাইজ করার জন্য প্রধান ভবন বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা জারি থাকবে। প্রশাসকের সংস্পর্শে যারা এসেছে তাদের চিহ্নিত করে তালিকা তৈরী করা হচ্ছে। প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকলেরই লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।