প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে, রাজ্যে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম, ইচ্ছাকৃত ভুল নাকি অন্যকিছু....! প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে, রাজ্যে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম, ইচ্ছাকৃত ভুল নাকি অন্যকিছু....! প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ

 



বিবিপি নিউজ: আগামীকাল শুক্রবার ২২ আগষ্ট বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় 

 এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন মোদী। সেই কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা, তাতে ‘বিরোধী দলনেতা’ হিসেবে শুধু শুভেন্দু অধিকারীর নাম নেই। ছাপানো হয়েছে আরও এক জনের নাম। তিনি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।


শুক্রবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ যশোহর রোড মেট্রো স্টেশন থেকেই ইয়েলো লাইনের (নোয়াপাড়া-বারাসত) নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করার কথা প্রধানমন্ত্রী মোদীর। ওই স্টেশন থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) থেকে বেলেঘাটা স্টেশন এবং গ্রিন লাইনের (সেক্টর ফাইভ-হাওড়া ময়দান) এসপ্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করার কথা প্রধানমন্ত্রীর। 




আমন্ত্রণপত্রে উদ্বোধক হিসাবে প্রধানমন্ত্রী মোদীর নামই ছাপানো হয়েছে। তা ছাড়া উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা রয়েছে, তাতে ন’জনের নাম রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল প্রতিমন্ত্রী রবনীত সিংহের নাম রয়েছে। এ রাজ্য থেকে মনোনীত দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নাম রয়েছে। আর নাম রয়েছে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের। তাঁদের দু’জনকেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলে লেখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। কিন্তু নতুন আমন্ত্রণপত্র কত ক্ষণে ছেপে আসবে, কখনই বা অতিথিদের কাছে তা পাঠানো হবে, সে বিষয়ে সদুত্তর মেলেনি। প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ পত্রে তাহলে কি ইচ্ছাকৃত ভুল নাকি অন্যকিছু, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়ে সমালোচনা শুরু হয়েছে।

Pages