অপেক্ষার অবসান! মিলেছে সবুজ সংকেত, সেপ্টেম্বরে চলতে পারে যুবভারতী থেকে ফুলবাগান মেট্রো - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

অপেক্ষার অবসান! মিলেছে সবুজ সংকেত, সেপ্টেম্বরে চলতে পারে যুবভারতী থেকে ফুলবাগান মেট্রো


বিবিপি নিউজ: মিলল সবুজ সংকেত। কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবার অন্তর্গত সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোপথে বাণিজ্যিক পরিষেবা চালু করার সবুজ সংকেত দিলেন রেল নিরাপত্তা কমিশনার। কমিশনের অনুমোদন পাওয়ার পরে এবার সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে মেট্রো রেলের ফুলবাগান স্টেশন, জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সল্ট লেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচলের জন্য কমিশনারের শর্ত মেনে এই বিষয়ে সমস্ত রকম প্রস্তুতি সারতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষকে।  কোনও কারণে ১৬ সেপ্টেম্বর পরিষেবা চালু করতে না পারলে অনুমোদনের শংসাপত্র ফের বৈধকরণ করতে হবে মেট্রোরেল কর্তৃপক্ষকে। এমনটাই জানিয়েছেন রেল নিরাপত্তা কমিশন।

Pages