বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা নেতা তথা পর্দার ধোনীকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি করে সোচ্চার হয়েছেন অনুরাগ কাশ্যপের দাদা চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপ।সম্প্রতি নিজের ফেসবুক থেকে একটি পোস্টে লিখেছেন, “সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে”| এমনকি সুশান্তের আত্মহত্যা করার ব্যাপারে তিনি সিবিআইকে কাজে লাগিয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেছেন।
তিনি ওই পোষ্টে আরও দাবি করেছেন, সলমন খান, সোহেল খান এবং আরবাজ খান তিনজনে মিলে তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। তাঁর কথায়, দাবাং ছবি সফল হওয়ার পর থেকেই এই ঘটনার শুরু। তাঁর দাবী, ওদের কথা মতন না চললে খুন ও পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও নাকি দেওয়া হয়েছিল অভিনবকে। তিনি আরও অভিযোগ করে লিখেছেন, তার সমস্ত প্রজেক্ট নষ্ট করে দেওয়ার চেষ্টাও করা হয়।
শুধু তাই নয় সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় সবর হয়েছেন নেটিজেনেরা। বলিউডের খান ও কাপুর পরিবারকে বয়কটের ঝড় উঠেছে। একের পর এক সোশ্যাল মিডিয়ায় সবর হয়েছেন অন্যন অভিনেতা অভিনেত্রীরা।