কবে প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার ফল,জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ জুন, ২০২০

কবে প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার ফল,জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়!


বিবিপি নিউজ: করোনা ভাইরাস নিয়ে দিন দিন বাড়ছে উদ্বেগ। রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি আক্রান্ত ছাড়িয়েছে। ভাইরাসর জেরে থমকে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। স্থগিত রয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি হয়ে গিয়েছে। অবস্থার পরিবর্তন হলেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। 

রাজ্য সরকার চলতি মাসেই মাধ্যমিকের ফল প্রকাশের পরিকল্পনা নেয়। তবে করোনা পরিস্থিতির জেরে তা অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দিতে এবং তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। এটি একটি জটিল প্রক্রিয়া। এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলেই ফল প্রকাশ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
        

Pages