ফিরতে পারে টিকটক! উদ্বিগ্ন চিনা কোম্পানি - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

ফিরতে পারে টিকটক! উদ্বিগ্ন চিনা কোম্পানি


বিবিপি নিউজ: সোমবার টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার সহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর এতেই একবারে ধরাশায়ী অবস্থা হয়েছে জনপ্রিয় অ্যাপ টিকটক সংস্থার। কেন্দ্রী সরকারের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 সীমান্ত সঙ্ঘাতের আবহে ভারতের  এই নয়া পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়াই দিয়েছে চিন। তবে ভারতে টিকটক ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া হয়ে উঠেছে চিনা অ্যাপ কোম্পানি। ইতিমধ্যেই একের পর বিবৃতি দিয়েছেন টিকটকের ভারতীয় মুখপাত্র। তবে তাতে কোনোরকম চিড়ে ভিজবে না। পুরোপুরি ভাবে চিনা অ্যাপ নিষেধাজ্ঞা জারি করায়। শুধুমাত্র কয়েকটা দিনে কয়েক লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন জনপ্রিয় অ্যাপ টিকটক সংস্থা। কারন গোটা বিশ্বের অর্ধেক টিকটক ব্যবহার কারী ভারতে যারফলে ভারতে ফের এই ভিডিও অ্যাপ ফিরিয়ে নিয়ে আসতে মরিয়া হয়ে উঠেছে।

Pages