ফের ২৮ দিন সম্পূর্ণ লকডাউন,জারি কারফিউ - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

ফের ২৮ দিন সম্পূর্ণ লকডাউন,জারি কারফিউ


বিবিপি নিউজ: করোনা ভাইরাস নির্মূল করতে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটলেন কর্নাটক সরকার। সোমবার এমনটাই জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী।  শুধুমাত্র জরুরি পরিষেবা ও পন্যবাহী গাড়ি ছাড়া আর কোন কিছুই চলতে পারবে না। চলতি মাসের ৫ তারিখ থেকে চার সপ্তাহ অর্থাৎ ২ আগষ্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন। সোমবার রাতে জানিয়েছেন একথা। তবে এই লকডাউনের মাঝে যে সমস্ত মানুষের রবিবার বিয়ের দিন ঠিক হয়েছে শুধুমাত্র তাদের বিয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন।

কর্নাটকে এখনও পর্যন্ত মারন ভাইরাসের থাবায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার দুশো  ৯৫ জন। এর মধ্যে ৬ হাজার তিনশো ৮২ টি অ্যাক্টিভ কেস রয়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৯ জন।  

Pages