বিবিপি নিউজ: লকডাউনে ব্যবসা বন্ধ। এর জের আগেই সমস্যার সম্মুখীন হয়েছিলেন দার্জিলিংয়ের হোটেল মালিকেরা। এর জের অনির্দিষ্টকালের জন্য হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু চাপের মুখে সেই নিয়ম থেকে পিছু হঠল হোটেল মালিকদের সংগঠন। সোমবার সংগঠনের তরফে জানানো হয়েছে আজ মঙ্গলবার থেকে বরাবরের মতো খোলা থাকবে হোটেলগুলি। আবাসিকদের রাখা হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে।
পর্যটন শিল্পে মন্দার জেরে হোটেল চালানোর খরচ তোলা যাচ্ছে না। এই কারণ দেখিয়ে ১ জুলাই থেকে দার্জিলিংয়ের সমস্ত হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করে হোটেল মালিকদের সংগঠন। এর জেরে কপালে আকাশ ভেঙে পড়ে হোটেলে কর্মরত কয়েক হাজার কর্মীদের। এরপরেই আসরে নামে জিটিএ। হোটেল খোলা রাখতে চাপ বাড়ানো হয় মালিকদের ওপর। তাতেই কাজ হল সোমবার। সংগঠনের তরফে জানানো হয়েছে বন্ধ হচ্ছে না দার্জিলিংয়ের হোটেল। এদিন পুলিশ, জিটিএ ও হোটেল মালিকদের বৈঠকের পর দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংগে শিরিং ভুটিয়া বলেন, ‘দার্জিলিংয়ে হোটেল বন্ধ থাকবে একথা কখনো বলিনি। কর্মীরাও তাদের বেতন পাবেন। করোনার বিধিনিয়ম মেনে চালু থাকবে দার্জিলিংয়ের সব হোটেল।’ জিটিএর সভাপতি অনিক থাপা বলেন, ‘দার্জিলিংয়ে কখনও হোটেল বন্ধ হতে পারে না। হোটেল চালু রাখতেই হবে। কর্মীদেরও বেতন দিতে হবে। কোনও হোটেল কর্মীদের বকেয়া না মেটালে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে GTA.’ ফলে হোটেল খোলার খবরে স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা।
