ভিআইপি রোড আক্রান্ত বিজেপি নেতা সব্যসাচী দত্ত, ভাঙচুর গাড়িতে; অভিযোগের তীর তৃনমূলের দিকে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৯ জুন, ২০২০

ভিআইপি রোড আক্রান্ত বিজেপি নেতা সব্যসাচী দত্ত, ভাঙচুর গাড়িতে; অভিযোগের তীর তৃনমূলের দিকে!



বিবিপি নিউজ: দলীয় কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে আক্রান্ত হলেন নিউ টাউনের বিধায়ক তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে।

 জানা গেছে, সোমবার ভিআইপি রোড লাগোয়া দক্ষিণদাড়িতে এক দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন,। সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি ও স্থানীয় এক নেতা। ওই বিজেপি কর্মীর বাড়িতে মাঝে মাঝেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ বলে জানান সব্যসাচী দত্ত। এদিন সব্যসাচীবাবু ও তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুরের চেষ্টা করা হয় তাঁর গাড়িতে। 

 সব্যসাচী দত্তর গাড়ি এলাকায় ঢুকতেই ‘সুজিত বসু জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন একদল তৃণমূলকর্মী। সব্যসাচীবাবুরা বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে তার বাড়ি থেকে বেরোতেই তাদের ওপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। শারীরিক হেনস্থা করা হয়  সব্যসাচীকে ও অন্যান্য বিজেপি নেতাকর্মীদের। আক্রান্ত হন সব্যসাচী দত্তর নিরাপত্তারক্ষীও। তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। কোনও ক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি।

Pages