বিবিপি নিউজ: গোটা বিশ্ব জুড়ে মারন ভাইরাস করোনা সংক্রমণের কারণে মহামারির আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পৃথিবীর অধিকাংশ দেশ অলিখিত ভাবে চিনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ভাইরাসের কারণে ১৫০ বছরের ইতিহাসে করুন অবস্থা পৃথিবীর অধিকাংশ দেশের অর্থনীতি। বেশিরভাগ দেশের জিডিপি নীন্মমুখি। এমন পরিস্থিতিতে তেমন কোনো আঁচ পড়েনি চিনের অর্থনীতিতে। বিশ্ব ব্যাঙ্কের তথ্যানুসারে ১৮৭০ সালের পর বিশ্ব অর্থনীতিতে এত বড় আঘাত আসেনি।
এই বছর করোনা মহামারীর জেরে বিশ্ব অর্থনীতি ৫.২ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে তারা। এটি গত আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক রিসেশন। কিন্তু সামগ্রিক ভাবে যত দেশ আর্থিক মন্দার কবলে পড়বে গত ১৫০ বছরে তার কোনও নজির নেই বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্কের গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস রিপোর্ট। এই সংকটের ক্ষত অনেকদিন থাকবে বলেই বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস। ১০০ কোটির উপরে মানুষকে অত্যন্ত দারিদ্র্যে জীবন কাটাতে হবে। করোনা যদি ফের দ্বিতীয় বার ফিরে আসে, তাহলে ঘুরে দাঁড়াতে পারবে না বিশ্ব অর্থনীতি, বলে সতর্ক করা হয়েছে। এই বছর বড় অর্থনীতির মধ্যে একমাত্র চিনেই ইতিবাচক বৃদ্ধি হবে বলে বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস। চিনে ১ শতাংশ হারে বাড়বে জিডিপি।
