বিবিপি নিউজ: গালওয়ানে রক্তক্ষয় সংঘর্ষ থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে চিন সরকার। ভারতের এঁকের পর স্ট্রাইকে মূর্ছা যাচ্ছে বেইজিং। আবারও ফের বড়সড় ধাক্কা দিল। আগেই ৫৯টি ব্যান হয়েছিল, আজ সোমবার আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল সরকার। এই ৪৭টি চিনা অ্যাপের সুরক্ষা ও গোপনীয়তা যাচাই করার পর এই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম মন্ত্রক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আগে নিষিদ্ধ হওয়া ৫৯টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছিল এই ৪৭টি অ্যাপ।তবে এই নিষিদ্ধ চিনা অ্যাপগুলির তালিকা এখনও জানা যায়নি সরকারের পক্ষ থেকে।
গত ২৯ জুন টিকটক UC Browser, CamScanner-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ছিল ভারত সরকার। কিছুদিন আগেই তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়ে ছিল যে, যদি সরাসরি অথবা অন্য কোনও ভাবে এই ধরনের কোনও অ্যাপ ভারতে চালানো সম্ভব হয়, তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে টেকনোলজি আইন এবং অন্যান্য আইনে মামলা রুজু করা হবে। সেই অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে ভারত সরকার। সম্প্রতি নতুন ২৭৫টি চিনা অ্যাপের একটি তালিকা তৈরি করে সরকার। এই অ্যাপগুলির দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। গ্রাহকদের তথ্য নিরাপত্তা দিতে এই অ্যাপগুলো সক্ষম কিনা তাই দেখছে সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, যে সব কোম্পানির সার্ভার চিনে আছে, সেই সব অ্যাপগুলিকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই ২৭৫ অ্যাপগুলির মধ্যে রয়েছে পাবজি! এই বিখ্যাত গেমটি চিনা কোম্পানি টেনসেন্টের দ্বারা পরিচালিত। Zili, Aliexpress Resso , ULike রয়েছে এই তালিকায়। কেন্দ্রীয় সূত্রে আরও জানা গিয়েছে যে সরকার ২৭৫টি অ্যাপ বাতিল করে দিতে পারে, অথবা এর মধ্যে থেকে কিছু অ্যাপ নিষিদ্ধ করতে পারে সরকার। কিন্তু, যদি পরীক্ষার পর দেখা যায় যে এই অ্যাপগুলি সমস্ত দিক দিয়ে সুরক্ষিত, তাহলে এই অ্যাপগুলি ব্যান নাও হতে পারে। তবে এতটুকু নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বেশ কিছু জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হবে। তবে সেই তালিকার শীর্ষে রয়েছেন পাবজি গেম। এর জেরে ফের বড়সড় ধাক্কা খাবে বেইজিং।
