বিপদের ওপর বিপদ! ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালকায় গ্রহাণু - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

বিপদের ওপর বিপদ! ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালকায় গ্রহাণু


বিবিপি নিউজ: বিষে যেন বিষ কাটিয়ে নিচ্ছে। একে করোনায় ভয়ে কাপছে বিশ্ব। তারই‌ মাঝে ঘূর্ণিঝড়,বন্য, ভূমিকম্প সহ একাধিক মহাজাগতিক বিষয় নিয়ে‌ মানবজীবনকে অতিষ্ট করে দিয়েছে। এবার আবার ‌বিপদের ওপর বিপদ। একের পর এক গ্রহাণু ছুটে আসছে পৃথিবীকে লক্ষ্য করে। 

চলতি সপ্তাহের শুক্রবার ফের পৃথিবীকে লক্ষ্য করে ধেয়ে আসছে একটি বিশালকায় গ্রহাণু। এ বিষয়ে ইতিমধ্যেই মধ্যে সতর্কতা জারি করেছে নাসা। এই গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাবে যে তাকে ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার যে গ্রহাণুটি এগিয়ে আসছে তা আয়তনে বিশালকায়। এমনকি লন্ডন আইয়ের চেয়েও দেড় গুণ বড় এই গ্রহাণু। বিজ্ঞানীরা এই গ্রহাণুর আগমনকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন।

নাসার দেওআয় তথ্যানুসারে জানা গেছে, এই গ্রহাণুটি লম্বায় ১৭০ মিটার। যা পৃথিবীর ০.০৩৪ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে চলে আসবে।   গ্রহাণুটির গতিবেগ ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার। তবে নাসার বিজ্ঞানীরা এ কথা জানিয়ে আশ্বস্ত করেছেন, পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে গ্রহাণুটি। এরপর আরো একটি গ্রহাণু রবিবার পার করবে পৃথিবীকে।

Pages