দীলিপকে ফোন অমিতের,খোঁজ নিলেন হামলার ঘটনার! - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

দীলিপকে ফোন অমিতের,খোঁজ নিলেন হামলার ঘটনার!


বিবিপি নিউজ: সাত সকালে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষের উপর হামলার ঘটনায় ফোন করে খোঁজ নিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ। বুধবার সকালে  নিউটাউনে গিয়ে 'আক্রান্ত' হন বিজেপি রাজ্য সভাপতি। হামলার খবর পেয়েই তাঁকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কারা আক্রমণ চালিয়েছে? কীভাবে হামলা করা হয়? দিলীপ ঘোষকে ফোন করে তার বিস্তারিত খোঁজখবর নেন বিজেপির চাণক্য। সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি জানান, অমিত শাহকে তিনি পুরো পরিস্থিতি-ই সবিস্তারে জানিয়েছেন। বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। তাঁকে আমি জানিয়েছি, হ্যাঁ তৃণমূলের কর্মীরা আক্রমণ করেছে। তবে এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিদিনই আমাদের ওপর এসব হয়।"  দিলীপ ঘোষ অভিযোগ করেন, "গত তিনদিন ধরে তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। দিলীপ ঘোষ আসছে, তাই গন্ডগোল করতে হবে। আসলে ওই এলাকায় তৃণমূলের জমিদারতন্ত্র চলে।" এদিনের হামলার ঘটনার পর দিলীপ ঘোষ ফের হুঁশিয়ারি দেন, "সব ভেঙে দেব। আবারও চা খেতে যাব। যদি খবর পাই যে ওরা আবার আক্রমণ করবে, তবে প্রস্তুত হয়ে যাব। পাল্টা আক্রমণ করব। 

Pages