চিনা অ্যাপ বন্ধের জের, চিনে ভারতীয় খবরের ওয়েবসাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা! - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

চিনা অ্যাপ বন্ধের জের, চিনে ভারতীয় খবরের ওয়েবসাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা!


বিবিপি ‌নিউজ: টিকটক, ইউসি ব্রাউজার সহ ৫৯ টি অ্যাপ ব্যান্ডের পর মাথায় হাত পড়ছে চিনের। আর এরপরেই বদলা নিতে ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করল বেজিং। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইট চিনে বসে দেখা যাবে না। মঙ্গলবার থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেই গোটা বিশ্বের হাঁসির রোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ট্যুইটারে নেটিজেনেরা মজার মজার ট্রোল শুরু করেছে।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই চিনের নাগরিকরা আর কোনো ভারতীয় ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না। তবে এক্ষেত্রে ভারত সরকার চিন অ্যাপ বন্ধ করলেও চিনা সাইটগুলির ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ এখনও আরোপ করেনি। ফলে, ভারতে বসে চিনা সাইটগুলি অ্যাক্সেস করা যাচ্ছে।  

Pages