বিবিপি নিউজ: দিন দিন ভয়বহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী বন্যায় মৃত্যু হয়েছে ১০২ জনের। রবিবার জলে ডুবে আরও পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। বেসরকারি হিসাবে অনুযায়ী মৃত্যুর সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এমন বিপর্যয় পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস।
নিক ও প্রিয়াঙ্কা অসম বন্যা রিলিফ ফান্ডে ডোনেশন দিয়ে এগিয়ে আসলেন। এবং তার অনুরাগীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন নিয়াঙ্কা। এদিন ট্যুইট করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন,'আমরা অতিমারীর সঙ্গে মোকাবিলার চেষ্টা চালাচ্ছি গোটা বিশ্ব মিলে। এরই মাঝেই ভারতের রাজ্য অসম আরও এক দুর্যোগের শিকরা। বর্ষায় অতিভারী বৃষ্টিতে বন্যাকবলিত গোটা রাজ্য। কয়েক লক্ষ মানুষের জীবন সংকটে। ব্যাপক ক্ষতি হয়েছে সম্পত্তির। কাজিরঙ্গা জাতীয় পার্ক জলে নিমজ্জিত। তাঁরা সকলের আমাদের সমর্থন ও মনোযোগ প্রয়োজন। দয়া করে সকলে এগিয়ে আসুন'। নিকও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা এই আর্জি শেয়ার করে অনুরাগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার প্রিয়াঙ্কা চোপড়া। অসম ট্যুরিজমের প্রমোশ্যানাল ক্যাম্পেনের প্রধান মুখ দেশি গার্ল।