বিবিপি নিউজ: তালিবান জঙ্গিদের বিরুদ্ধে 'বীরত্ব' দেখিয়ে পিছু হটাতে বাধ্য করলেন আফগানিস্তানের এক ১৬ বছরের কিশোরী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বীরত্বের কথা ভাইরাল হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে তার এমন মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
জানা গেছে, তালিবান জঙ্গিদের হামলার হারিয়েছেন মা বাবাকে। এরপরেই তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে নিজেই অস্ত্র তুলে নিলেন হাতে। একাই তালিবান জঙ্গিদের পিছু হটতে বাধ্য করে করলেন। আফগানিস্তানের ঘোর প্রদেশের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তালিবানদের হামলার জবাবে একে-৪৭ রাইফেল নিয়ে ওই কিশোরীর পাল্টা আক্রমণে দুইজন তালিবান জঙ্গি মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়।
জানা গেছে, ওই কিশোরীদের বাড়িতে তালিবান জঙ্গিরা হামলা চালিয়ে তার মা ও বাবাকে মেরে ফেলে। কারণ ওই কিশোরীর বাবা সরকার সমর্থক ছিলেন। ঘোর প্রদেশের এক সরকারি মুখপাত্র মোহাম্মদ আরেফ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, তালিবান জঙ্গি দলটি ১৭ই জুলাই রাত একটার দিকে ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়। জঙ্গিদের গুলিতে কিশোরীর মা ও বাবা মারা যাওয়ার পর ঘরের ভেতর থেকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে জঙ্গিদের হাত থেকে একে-৪৭ বন্দুক কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালাতে শুরু করে। এরপরেই তাঁর বন্দুকের গুলিতে দুই জঙ্গি ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি আরও বেশ কয়েকজন জঙ্গি গুরুতর ঘায়েল হয়।
