সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় থানায় হাজির পরিচালক মহেশ ভাট, রেকর্ড হল বয়ান - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় থানায় হাজির পরিচালক মহেশ ভাট, রেকর্ড হল বয়ান


বিবিপি নিউজ: অবশেষে মুম্বাইয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন পরিচালক মহেশ ভাট। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে আজ সোমবার মুম্বই পুলিশের জেরার মুখে পড়েন পরিচালক। এদিন মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় বয়ান রেকর্ড করলেন মহেশ ভাট। এদিন থানা থেকে বেরিয়ে নিস্তব্ধে বেরিয়ে যান পরিচালক ভাট। করোনা ভাইরাসের কারণে ‌ফেসমাস্ক এবং শিল্ডে ঢাকা ছিল মুখ।

গতকাল রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন সুশান্তের মৃত্যুর তদন্ত মামলায়  করণ জোহরের ম্যানেজার, কঙ্গনা সহ মহেশ ভাটেকে  সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। এরপরেই আজ থানায় হাজির হন পরিচালক। এই নিয়ে মোট ৩৮ জনের বয়ান রেকর্ড করেছেন মুম্বাই পুলিশ। গত ৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। মুম্বই পুলিশের দাবি আত্মহত্যাই করেছেন অভিনেতা, এই মামলায় কোনওরকম ফাউল প্লে'র সম্ভাবনা এখনও খুঁজে পাননি তদন্তকারীরা।

Pages