সাত হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে ভারতে আসছে ৫ রাফাল যুদ্ধবিমান! - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২০

সাত হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে ভারতে আসছে ৫ রাফাল যুদ্ধবিমান!


বিবিপি নিউজ: ফ্রান্স থেকে ভারত আকাশ পথে দূরত্ব সাত হাজার কিলোমিটার। এই দীর্ঘ আকাশপথে অত্যাধনিক  ৫টি রাফাল যুদ্ধ বিমান  নিয়ে  ভারতে আসছে।  মাঝপথে বায়ুসেনার পাইলটরা নামবেন আরব আমিরশাহিতে৷ সেখানে ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে জ্বালানি ভরবেন৷ বহু প্রতিক্ষিত ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে৷ 


আজ সোমবার সকালে ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে বিমানগুলি ভারতের উদ্দেশ্যে উড়ার শুরু করেছে৷ প্রথম ধাপে ৫টি রাফাল আসছে ভারতে৷ ৩টি সিঙ্গল-সিটার ও দুটি ডাবল সিটার৷ 
 দুটি পর্যায়ে ভারতে আসবে রাফাল৷ ভারতীয় বায়ুসেনার পাইলটরা নিয়ে আসছেন৷ বুধবার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছবে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ৭ হাজার কিমি পথ অতিক্রম করে৷ ফ্রান্সের কাছ থেকে ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে৷ যার মূল্য ৫৯ হাজার কোটি টাকা৷ প্রথম ১০টি  রাফালের মধ্যে ৫টি আজ সকালেই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷ ২০২১ সালের মধ্যে ৩৬টি রাফালই পেয়ে যাবে ভারতীয় বায়ুসেনা৷ 

Pages