বিবিপি নিউজ: ডেঙ্গুর প্রকোপে থেকে বাঁচতে এবছর আগেভাগেই তৎপর উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসন। প্রতিবছর বর্ষ আসতে না আসতেই ডেঙ্গুর প্রকোপে নাজেহাল অবস্থা তৈরি হয় গোটা জেলা জুড়ে। এবছর করোনা ভাইরাস মহামারির আবহে ডেঙ্গু প্রতিরোধ করতে তৎপর প্রশাসন। সেকারণে করোনা সঙ্গে ডেঙ্গু সচেতনতার প্রচার চলছিল আগে থেকেই।
এবার ডেঙ্গু প্রতিরোধে চলতি মাসের ২ তারিখ থেকে ৮ তারিখ অবধি জেলা জুড়ে বিশেষ " পরিচ্ছন্নতা সপ্তাহ " পালনের উদ্যোগ নিলেন উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান "এই সপ্তাহের সাতদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ব্যাবস্থা নেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা, এবং বিভিন্ন জায়গায় মশার লার্ভা মারার তেলও ছড়ানো হবে।"