বিবিপি নিউজ: কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে এনকাউন্টারে শহীদ হলেন এক ডিএসপি সহ ৮ পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। আজ শুক্রবার সকালে একথা জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেইকে ধরার জন্য অভিযান বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিযান চালায়। অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে অঝোর গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, সহ তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবলের। গোটা ঘটনা সম্পর্কে সবিস্তার জানান উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি। পুলিশ যে হানা দিতে চলেছে, অপরাধী সে সম্পর্কে আগাম খবর পেয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেই এর বিরুদ্ধে ৬০টিরও বেশি অপরাধ ও খুনের মামলায় অভিযুক্ত। নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।