সুশান্তের মৃত্যুর দায়ে ফের করণ ও সলমন সহ আরও ছ'জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

সুশান্তের মৃত্যুর দায়ে ফের করণ ও সলমন সহ আরও ছ'জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের!


বিবিপি নিউজ: সুশান্তের মৃত্যুতে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ফের করন জোহর, সালমান খান সহ আর ছয় বলিউড তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক ব্যাক্তি। শুধু সালমান খান, করোন জোহর নয় এই তালিকায় রয়েছে একতা কাপুর,মহেশ ভাট,  সঞ্জয়লীলা বনসালী, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দিনেশ বিজানেরা।

বিহারের হাজিপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি নেতা ডাক্তার অজিত কুমার। অজিত ও তাঁর তিন আইনজীবী শিবকুমার, শম্ভুনাথ সিং এবং শিবপ্রতাপ মিশ্রের দাবি যে, সুশান্ত আত্মহত্যা করেননি । বরং এই আট প্রভাবশালীর ষড়যন্ত্রে পড়ে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তিনি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত এর আগে বিহারের আদালতেই বলিউডের আট প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Pages