বিবিপি নিউজ: লাদাখে গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা কেটে গিয়েছে ১৫ দিন। এরপরের চিনের সেনা মৃত্যুর ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন চিনা লাল ফৌজ। গত ১৫ জুন লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে চিনা সৈনিকদের অনেকে হতাহত হয়েছে। কিন্তু শি জিনপিং-এর সরকার যথাসাধ্য চেষ্টা করছে সেকথা গোপন রাখা যায়। কতজন সেনা মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান দিলেই বড়সড় বিক্ষোভ মিছিল দেখা দিতে পারে চিনের অন্দরেই। এতেই ঘুম উড়েছে চিনা প্রশাসনের।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সিটিজেন পাওয়ার ইনিশিয়েটিভ ফর চায়না নামে এক সংস্থার প্রতিষ্ঠাতা জিলানি ইয়াং দাবি করেছেন, চিনের বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একাংশ সরকারের ওপরে সন্তুষ্ট নন। তাঁরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ খুঁজছেন। আর এই বিষয়ে সাধারণ মানুষ যদি জানতে পারে, গালওয়ানে ভারতীয় সেনার চেয়ে বেশি সংখ্যক চিনা সৈনিকের মৃত্যু হয়েছে, তাহলে দেশ জুড়ে অসন্তোষ দেখা দেবে। তাতে বিপাকে পড়তে পারে চিনা সরকার।