বিবিপি নিউজ: থানার মধ্যে মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করলেন পুলিশ অফিসার। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন অভিযোগকারিণী ওই মহিলা। এরপরেই অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে।
জানা গেছে, ঘটনাটি উত্তর প্রদেশের ভাটনি থানায়। ওই থানার স্টেশন হাউস অফিসার( এস. এইচ.ও) ভীষ্ম পাল সিং-কে থানায় বসে অভিযোগকারিণীর সামনে হস্তমৈথুন করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গোটা এলাকা ফুঁসছে। অভিযুক্ত পুলিশকর্মীর কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা।
অভিযোগকারিণী মহিলা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত সমস্যার জন্য অভিযোগ দায়ের করতে তিনি ওই অফিসারের চেম্বারে গিয়েছিলেন। তখনই সে মহিলাটির সামনে নিজের যৌনাঙ্গ স্পর্শ করেন। শুধু একবার নয় একাধিকবার এমন করেছেন ওই পুলিশ অফিসার। এদিন ওই মহিলা ফের থানায় গিয়েছিলেন সঙ্গে ছিল তাঁর মেয়েও। দিনের পর দিন অফিসারের কুকীর্তিতে বিরক্ত হয়ে লম্পট অফিসারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি ঠিক করেন, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করবেন। লুকনো ক্যামেরায় ভিডিয়ো তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। সেটি পুলিশের নজরে আসার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয় অভিযুক্ত পুলিশ অফিসারকে।