করোনা ঠেকাতে জারি ১৪৪ ধারা,চলবে ১৫ দিন - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

করোনা ঠেকাতে জারি ১৪৪ ধারা,চলবে ১৫ দিন


বিবিপি নিউজ: মত দিন যাচ্ছে ততই চোখ রাঙাচ্ছে মারন ভাইরাস করোনা। এবার সংক্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভরসা ১৪৪। এই প্রথম করোনা মোকাবিলায়  ভারতের কোনো রাজ্যে ১৪৪ ধারা জারি হবে। আগামী ১৫'ই জুলাই পর্যন্ত মুম্বাইয়ে জারি থাকবে ১৪৪ ধারা। সামাজিক দূরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত প্রশাসনের।

মারন ভাইরাসে শুধুমাত্র মুম্বাইতে আক্রান্ত ৭৭ হাজারের বেশি। মারা গিয়েছেন সাড়ে চার হাজারের বেশি। সেই পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে,তার জন্য বাণিজ্যনগরীতে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিল প্রশাসন। ১৫ জুলাই অবধি এই ধারা আপাতত বহাল থাকবে। মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার প্রণয় অশোক এই সিদ্ধান্ত ঘোষণা করেন। কনটেনমেন্ট জোনে তো জরুরি পরিষেবা ছাড়া অন্য কিছুর জন্য বেরোনো যাবে না। এছাড়া যারা কনটেনমেন্ট জোনে থাকেন না, তারাও অকারণে বাড়ির থেকে দূরে যেতে পারবেন না। চুল কাটা থেকে বাইরের খেলাধুলো, সবই স্থানীয় এলাকায় করতে হবে। এর জন্য দূরে যাওয়া যাবে না। কোনও রকম জনসমাগম করা যাবে না। এই নিয়ম ধর্মীয় স্থানের জন্যেও প্রযোজ্য হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইপিসি-র ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। 

Pages