বিশ্বের সর্ব প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স শুরু ভারতে! - BBP NEWS

Breaking

বুধবার, ১ জুলাই, ২০২০

বিশ্বের সর্ব প্রথম অনলাইন BSc ডিগ্রি কোর্স শুরু ভারতে!


বিবিপি নিউজ: করোনা ভাইরাস আবহের মাঝে সুখবর। ‘বিশ্বের সর্ব প্রথম’ অনলাইন বিএসসি ডিগ্রি চালু হল ভারতে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। মঙ্গলবার IIT মাদ্রাজ-এ  এই কোর্স চালু করেন। মোটামুটিভাবে দেশের সেরা মোট ১০০ টি ভারতীয় প্রতিষ্ঠানকে অনলাইন কোর্স শুরু করার অনুমতি দিয়েছে।

করোনা আবহের মাঝে যখন গোটা বিশ্ব তটস্থ। বন্ধ হয়েছে কলকারখানা থেকে শুরু করে যানবাহন, অফিস, আদালত, সহ শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে ভার্চুয়াল পাঠের উপরেই ভরসায় কয়েক কোটি পড়ুয়ারা। ফলে এমন সময়ে‌ সরকার অভিনব‌ সিদ্ধান্তে খুশি সকলেই। এদিন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল, অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ডেটা সায়েন্স এবং প্রোগ্রামিংএ বিশ্বের প্রথম অনলাইন বিএসসি চালু করার জন্য আইআইটি মাদ্রাজের নাম সবার শীর্ষে থাকবে। ২০২০ সালে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদনের যোগ্য। স্নাতক এবং কর্মরত ​​পেশাদাররাও এই কোর্সে ভর্তির আবেদন করতে পারেন।

পোখরিয়াল বলেন প্রতি বছর ৭ থেকে ৭.৫ লক্ষ্য ভারতীয় শিক্ষার্থী উন্নত শিক্ষার সন্ধানে বিদেশে যায়। এরফলে আমাদের ব্রেন ড্রেনের পাশাপাশি রাজস্ব দেশের বাইরে চলে যায়। আইআইটি মাদ্রাজের মতো প্রতিষ্ঠানগুলির ভারতে এই জাতীয় মানের শিক্ষা এবং অনন্য পাঠ্যক্রমের মাধ্যমে জাতিকে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করার স্বপ্ন এবং লক্ষ্য রয়েছে। একটি অত্যাধুনিক অনলাইন পোর্টালের মাধ্যমে এই কোর্সের পঠন পাঠন হবে। এবং ভারতের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ডিজিটাল সাক্ষরতার প্রসার খুব কম সেখানকার পড়ুয়াদের এই কোর্স করায় উৎসাহ দেওয়া হবে। 
এই অভিনব অনলাইন অফারটি তিনটি আলাদা পর্যায়ে দেওয়া হবে - ফাউন্ডেশনাল প্রোগ্রাম, ডিপ্লোমা প্রোগ্রাম এবং ডিগ্রি প্রোগ্রাম। প্রতিটি পর্যায়ে, শিক্ষার্থীরা প্রোগ্রাম থেকে প্রস্থান করতে পারবে এবং আইআইটি মাদ্রাজ থেকে যথাক্রমে সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি গ্রহণ করতে পারে। যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের একটি ফর্ম পূরণ করতে হবে এবং বাছাইপর্বের পরীক্ষার জন্য ৩,০০০ টাকা দিতে হবে।

Pages