বিবিপি নিউজ: পাঞ্জাবে বিষমদ কান্ডে এখনও পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার তর্ন তারনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। পঞ্জাবের ডেপুটি পুলিশ কমিশনার কুলওয়ান্ত সিং ফোনে জানিয়েছেন, ‘তর্ন তারনে আপাতত মৃতের সংখ্যা ৭৫।’ তবে তিনি জানিয়েছেন, গত দুই দিনে মৃতদেহের সৎকার হয়ে যাওয়ার পরে এই তথ্য জোগাড় করা হয়েছে। তাঁর দাবি, বেশ কিছু পরিবার দেহের ময়না তদন্ত করার বিষয়েও উদ্যোগ নেয়নি। এমনকি পুলিশের একাংশের দাবি, বার বার প্রচার করা সত্ত্বেও বিষাক্ত মদ পান করে মৃত্যু হলে বহু পরিবার পুলিশকে জানায়নি।
গত রবিবার গ্রামাঞ্চলে কমপক্ষে ৩০টি গোপন ঘাঁটিতে হানা দিয়ে বেআইনি মদ ব্যবসায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বিষাক্ত মদে মৃত্যুর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫ জনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। তিন জেলায় একশোর বেশি তল্লাশি অভিযান চালিয়ে গ্রাম ও রাস্তার ধারের ধাবা থেকে কয়েকশো লিটার বোইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পঞ্জাবের পুলিশ প্রধান দিনকর গুপ্তা ঘটনার জন্য পুলিশ ও শুল্ক বিভাগের গাফিলতিকে দায়ি করেছেন। একই সঙ্গে ঘটনার জেরে শুল্ক দফতরের ৭ জন এবং পুলিশের ৬ আধিকারিককে শনিবার সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি রাজ্য সরকার মৃতদের পরিবার প্রতি এককালীন ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে।
